Country

4 days ago

Cold Wave Alert: কাশ্মীর উপত্যকায় চলছে চিল্লাই কালান, ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ

A view of snow-clad area in Gulmarg
A view of snow-clad area in Gulmarg

 

শ্রীনগর, ৩ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর, পহেলগাম-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। গত ২১ ডিসেম্বর থেকে ৪০ দিন ব্যাপি শীতলতম আবহাওয়া, “চিল্লাই কালান” শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা নেই। সম্প্রতি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর কাশ্মীরের কিছু অংশে হালকা বৃষ্টি এবং তুষারপাত হয়। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ জানুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ৬ জানুয়ারি উত্তর ও মধ্য কাশ্মীরে পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। সেই সময় মেঘলা থাকবে আবহাওয়া। এরপর ৭-১৫ জানুয়ারি সময়কালে আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী ৩ দিন জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

You might also like!