
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতার সল্টলেক এবং লাউডন স্ট্রিটে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়লা পাচারের পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে। বুধবার রাতেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীরা সকাল থেকেই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাক অফিসে তল্লাশি শুরু করেছেন। একই সঙ্গে পোস্তার একটি ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চলছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়া মামলার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিকেও জেরা করা হয়েছে।
এর আগে কলকাতা এবং ঝাড়খণ্ডের কয়লা পাচার মামলায় শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার দিল্লির একটি পুরানো মামলায় এদিন সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কয়েকবছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জেরা করা হয়েছে একাধিক ব্যক্তিকেও। শুধু তাই নয়, মামলায় টাকার লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখেন আধিকারিকরা।
সূত্রের খবর, প্রতীক জৈনের নামে এদিনের অভিযান শুরু হওয়ার মূল কারণ, যেহেতু তার সঙ্গে মামলার আর্থিক লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জড়িত। লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের আইপ্যাক অফিসে ইডির আধিকারিকরা সকাল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
