
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রায় এক যুগ পর কলকাতার মঞ্চে ফিরছেন অনুষ্কা শঙ্কর। ২০১৪ সালে ডোভার লেনে তার শেষ পাবলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় কলকাতায় কোনও বড় অনুষ্ঠান করেননি রবিশঙ্করের কন্যা। এবার সিটি অফ জয়ের নেতাজি ইন্ডোর মঞ্চে ৮ ফেব্রুয়ারি সেতারের সুরে মাত করবেন তিনি। সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষেই এই ‘ইন্ডিয়া টুর’-এর আয়োজন।
টুরের সূচনা হবে হায়দরাবাদ থেকে, নিজামের শহরে অনুষ্কা বাজাবেন ৩০ জানুয়ারি। ৩১ জানুয়ারি বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে, ৭ ফেব্রুয়ারি দিল্লি। আর ৮ ফেব্রুয়ারি কলকাতা। এই বছরের বিশেষ আকর্ষণ অনুষ্কার নতুন অ্যালবাম ‘চ্যাপ্টার থ্রি: উই রিটার্ন টু লাইট’ এবং ‘ডে ব্রেক’ ট্র্যাকের জন্য গ্র্যামি মনোনয়ন। ১ ফেব্রুয়ারি গ্র্যামি বিজয়ী ঘোষণা হবে। যদি বিজয়ী হন, কলকাতার অনুষ্ঠান তখন এক নতুন মাত্রা পাবে, জানিয়েছেন আয়োজকরা। আয়োজক কৌস্তুভ দত্ত জানিয়েছেন, ইতিমধ্যেই অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। খুব ভালো সাড়া পাচ্ছি। আসলে, বারো বছর আগের ডোভার লেনের অনুষ্ঠানে অনুষ্কার অনুষ্ঠান শুনে অনেকেরই মন ভরেনি। কারণ, মাত্র ৪৫ মিনিট সেতার বাজিয়েছিলেন, যা অনেক ভক্তের মন ভরাতে পারেনি। এবার পুরো চ্যাপ্টার থ্রি পরিবেশিত হবে।
বলা বাহুল্য, বহু সেতারপ্রেমী অনুরাগী মুখিয়ে আছেন অনুষ্কার অনুষ্ঠানের জন্য। আর একটি সম্ভাবনাও উঁকি মারছে। টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন। সেই সারপ্রাইজের বিপরীতকরণ এবার হতে পারে! তবে ওই যুগলবন্দির সম্ভাবনা নিয়ে সবাই মুখে কুলুপ এঁটেছেন। অনুষ্কার ভারতীয় পরিক্রমা শেষ হবে কলকাতায়। ৮ ফেব্রুয়ারি সকালেই তিনি দিল্লি থেকে টিম নিয়ে কলকাতায় পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে হয়তো শহরে আরও একদিন থাকবেন।
