
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই জানা গিয়েছিল, ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’ মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিং হবে। ‘দেওল ব্রাদার্স’-এর উদ্যোগে সোমসন্ধ্যায় মুম্বইয়ের আন্ধেরির পিভিআর আইকনে এই বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়। দেওল পরিবারের সদস্যরা—সানি, ববি, অভয়—এবং বলিউডের তাবড় তাবড় তারকারাও উপস্থিত ছিলেন। তবে নজর কাড়ল হেমা মালিনী এবং তার দুই কন্যা এষা-অহনার অনুপস্থিতি।
ভাইরাল হওয়া অনুষ্ঠানের এক ভিডিওতে দেখা গেল, সানি দেওল ধর্মেন্দ্রর ‘ইক্কিস’ পোস্টারের সামনে চোখেজল নিয়ে ভারাক্রান্ত মনে একদৃষ্টে দাঁড়িয়ে আছেন। উপস্থিত পাপারাজ্জিরা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। এদিনের স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রেখা, জিতেন্দ্র, সলমন খান, তাব্বু, ফতিমা সানা শেখ, মনীশ মালহোত্রা, রীতেশ ও জেনেলিয়া,-সহ বলিপাড়ার আরও অনেক তারকাবৃন্দ। তবে সিনেদুনিয়ার সিংহভাগ তারকাদের উপস্থিতির মাঝেও নজর কাড়়ল হেমার অনুপস্থিতি। কানাঘুষো, স্মরণসভার মতো এক্ষেত্রেও সৎ মাকে আমন্ত্রণ জানাননি সানি-ববিরা! ধর্মেন্দ্রর প্রয়াণের পর যে দেওল পরিবারের মধ্যে আদতেই ফাটল ধরেছে, সোমরাতে ইক্কিস-এর স্পেশাল স্ক্রিনিং তা আবারও স্পষ্ট করে দিল।

এদিনের অনুষ্ঠানের আর এক ভিডিওতে দেখা গেল, সলমন খানও হাজির ছিলেন। জন্মদিনের রেশ কাটিয়ে তিনিও উপস্থিত হয়েছিলেন। কিছুক্ষণ আবেগপ্রবণ সানি দেওলের সঙ্গে কথাও বলেন। ধর্মেন্দ্রর ‘ইক্কিস’ পোস্টারের ভূয়সী প্রশংসাও করেন ভাইজান। প্রবীণ অভিনেতার প্রয়াণ যে সলমনের কাছে পিতৃবিয়োগসম, সেকথা তিনি আগেই জানিয়েছিলেন। কারণ ধর্মেন্দ্র নিজের বায়োপিকের জন্য সলমনকেই পছন্দ করে গিয়েছেন।
মূলত ‘ইক্কিস’ বড়পর্দায় ২৫ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও নির্মাতারা জানিয়েছেন, জ্যোতিষের পরামর্শমতো নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি, মুক্তি পাবে ‘ইক্কিস’। তবে রিলিজের এক সপ্তাহ আগেই মন খারাপের খবর দিয়েছিলেন নির্মাতারা। জানিয়েছিলেন, বড়দিনের পরিবর্তে নতুন বছরের পয়লা দিনে মুক্তি পাবে ‘ইক্কিস’। যদিও ‘বীরু’ ধর্মেন্দ্রর শেষ ছবি পিছনোর কারণ হিসেবে ‘জয়’ অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ‘ধুরন্ধর’-এর ভয়ে নয়, জ্যোতিষের পরামর্শেই শুভ তিথিনক্ষত্র দেখে পয়লা জানুয়ারি মুক্তির দিন ধার্য হয়েছে। উৎসুক দর্শকরা শেষবারের মতো ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তা বলা বাহুল্য। তবে দেওল পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কের কারণে হেমা এবং তাঁর মেয়েদের ডাকা হয়নি, এদিনের এই স্পেশাল স্ক্রিনিং-র অনুপস্থিতি থেকে স্পষ্ট।
