
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড এবং তারকাদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি ফের চর্চার কেন্দ্রে। সম্প্রতি তাঁর একটি ভিডিও ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ওই ভিডিওতে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে কটাক্ষ করেন তিনি। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে জাহ্নবী কাপুর—সবাইকে একইসঙ্গে ‘কৃত্রিম সৌন্দর্যের’ তকমা দেন ধ্রুব। আর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিক্রিয়া।
এই বিতর্ক আরও উসকে দিয়েছে একটি প্রেক্ষাপট। বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে দীপু দাসের মৃত্যুর ঘটনায় জাহ্নবী কাপুর প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন। ঠিক তার পরেই ধ্রুব রাঠির ওই ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে জাহ্নবীর পুরনো ও নতুন ছবির তুলনা টেনে থাম্বনেল তৈরি করা হয়েছিল। অনেকেই মনে করেন, জাহ্নবীর প্রতিবাদের পর ইচ্ছাকৃতভাবেই এই ভিডিও পোস্ট করা হয়েছে। সেই অভিযোগ ঘিরেই নতুন করে সমালোচনার ঝড় ওঠে।
সব অভিযোগ উড়িয়ে এবার প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন ধ্রুব রাঠি। তিনি দাবি করেন, “জাহ্নবী কাপুর বাংলাদেশ নিয়ে পোস্ট করার পরই আমি তাঁকে নিয়ে আধঘণ্টার মধ্যে ভিডিও তৈরি করে ফেলিনি। আমার ওই ভিডিওতি অনেক আগে থেকেই তৈরি ছিল। ওইসময় শুধু পোস্ট করেছিলাম। একটু নিজেদের বুদ্ধি ব্যবহার করুন। যা বোঝানো হবে সবসময় তা বুঝবেন না। বাংলাদেশ নিয়ে আমিও প্রতিবাদী পোস্ট করেছি আগে। সুতরাং এই প্রতিবাদে সরব হওয়া নিয়ে জাহ্নবীকে আমি কেন কটাক্ষ করতে যাব? আমি যা বলি সোজাসুজি বলি। ঘুরিয়ে পেঁচিয়ে নয়। আমি না তোমার বাবাকে ভয় পাই আর না কোনও বলিউড তারকাকে।” উল্লেখযোগ্যভাবে, ‘ধুরন্ধর’কে চ্যালেঞ্জ ছোড়ার পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়ছেন ধ্রুব রাঠি। সেই আবহেই বলিউড নায়িকাদের সৌন্দর্য নিয়ে তাঁর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত জাহ্নবী কাপুরের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
