Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

4 days ago

Vidyut Jammwal: মঞ্চে আগুনের খেলা, গরম মোম মুখে ঢেলে স্টান্ট—বিদ্যুৎ জামওয়ালের ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

Vidyut Jammwal
Vidyut Jammwal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঞ্চের চারপাশে তখন দর্শকের ভিড়। চোখ ফেরানো দায়। সকলেই মন দিয়ে উপভোগ করছেন অনুষ্ঠান। ঠিক সেই সময় দু’হাতে জ্বলন্ত মোম নিয়ে একের পর এক কসরত দেখাতে শুরু করেন বিদ্যুৎ জামওয়াল। আচমকাই এমন এক মুহূর্ত আসে, যা দেখে থমকে যান উপস্থিত দর্শকরা—গরম মোম নিজের মুখে ঢেলে দেন অভিনেতা। যন্ত্রণা যে হচ্ছিল, তা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট। তবু মুহূর্তের জন্যও থেমে যাননি তিনি। বরং পারফর্ম্যান্স চালিয়ে যাওয়াই যেন ছিল একমাত্র লক্ষ্য।  এই দৃশ্য দেখে বিস্মিত হন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। পরে নিজেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিদ্যুৎ। আর তা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। টাইমলাইনে ঘুরতে থাকে ভিডিওটি, শুরু হয় আলোচনা। 

ভিডিওর সঙ্গে বিদ্যুৎ লেখেন, “কালারি প্রয়াত্তু এবং যোগচর্চাকে সম্মান জানাই। এগুলি আমাদের আরও শক্তিশালী করে তোলে। গরম মোম গায়ে ঢালার মধ্যে যেন যোদ্ধার শক্তি লুকিয়ে।” অভিনেতার এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর সহ অভিনেত্রী আদা শর্মা। তিনি কমেন্ট বক্সে লেখেন, “শুধু মঞ্চ নয়, নিজের গায়েও আগুন লাগিয়ে দিলে!” 

নেটিজেনদের প্রতিক্রিয়া যদিও দুই ভাগে বিভক্ত। একদল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে, কেউ কেউ তাঁকে ‘মহান’ বলেও অভিহিত করেছেন। আবার অনেকেই এই ধরনের স্টান্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রকাশ্য মঞ্চে এমন কাজ ভুল বার্তা দিতে পারে সাধারণ মানুষের কাছে। এই বিতর্কে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি বিদ্যুৎ। কারণ, নিজের কাজ দিয়েই কথা বলতে অভ্যস্ত তিনি। অভিনয় হোক বা অ্যাকশন—সব ক্ষেত্রেই আগুন জ্বালাতে সিদ্ধহস্ত। এরই মধ্যে হলিউডে পা রেখে ‘স্ট্রিট ফাইটার’-এর জনপ্রিয় চরিত্র ধালসিম হিসেবে তাঁর প্রথম লুক ঘিরেও চর্চা তুঙ্গে। তার মাঝেই এই স্টান্ট নতুন করে এহেন আলোচনার আগুনে ঘি ঢালল। 


You might also like!