Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

1 day ago

Kiran Rao: ডিভোর্সের পরও অটুট সম্পর্ক, অস্ত্রোপচারের সময় ফের আলোচনায় আমির-কিরণ

Kiran Rao's pics from the hospital
Kiran Rao's pics from the hospital

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণা একসময় চমকে দিয়েছিল গোটা বলিউডকে। আদর্শ দম্পতি হিসেবে পরিচিত এই জুটির পথ আলাদা হলেও সম্পর্কের সৌজন্য কখনও হারায়নি। ডিভোর্সের পরও কিরণ যে আজও আমির পরিবারের অঙ্গ, তা আবারও স্পষ্ট হল সাম্প্রতিক এক ঘটনায়। চলতি সপ্তাহে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক কিরণ রাও। তীব্র যন্ত্রণার পর জানা যায়, তাঁর অ্যাপেন্ডিক্সে সমস্যা দেখা দিয়েছে এবং অস্ত্রোপচার জরুরি। মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। রবিবার ইনস্টাগ্রামে হাসপাতাল থেকেই নিজের শারীরিক অবস্থার আপডেট দেন কিরণ। সেখানে একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন তিনি। 

তবে সেই পোস্টে সবচেয়ে বেশি নজর কাড়ে হাসপাতালের ট্যাগ। সেখানে কিরণের নাম লেখা ছিল—‘কিরণ আমির রাও খান’। বিচ্ছেদের বহু বছর পরও নিজের নামের সঙ্গে আমির খানের পদবি ব্যবহারে নেটদুনিয়ায় শুরু হয় নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, সম্পর্ক ভাঙলেও পারিবারিক বন্ধন এখনও অটুট। নিজের পোস্টে কিরণ রসিকতার সুরে লেখেন, নতুন বছর উদ্‌যাপনের প্রস্তুতির মাঝেই তাঁর অ্যাপেন্ডিক্স যেন তাঁকে থামতে বলেছিল। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং বাড়ি ফিরে এসেছেন। 


এই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।  ইরা খান এবং অদিতি রাও হায়দারি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। করণ জোহর লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো'। জোয়া আখতার বলেন, 'কে রাও, দ্রুত সুস্থ হয়ে উঠুন'। অন্যদিকে নেটিজেনদের চোখ টেনেছে কিরণের নামের পাশে আমির খানের নাম।  উল্লেখ্য, রিনা দত্তের সঙ্গে প্রথম বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। ২০২১ সালে তাঁদের ডিভোর্স হলেও ছেলে আজাদের জন্য এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে আজও তাঁরা একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিরণ আগেই জানিয়েছিলেন, ব্যক্তিগত স্বাধীনতা ও আত্মবিকাশের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন—যা আমির সম্পূর্ণভাবে সম্মান করেছিলেন। 



You might also like!