Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Cooking

1 week ago

Potato Recipe: আলু শুধু সেদ্ধ নয়, বানান মিষ্টি! চিপস-ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাইরে ৫ সুস্বাদু রেসিপি

Potato Rasmalai
Potato Rasmalai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আলু ছাড়া অনেকের খাবারই যেন অর্ধেক! তবে সম্প্রতি আলু খাওয়া নিয়ন্ত্রণে রাখার পরামর্শ থাকায় অনেকেই লাঞ্চ বা ডিনার টেবিলে মুখ খোলার আগেই বিরক্তি অনুভব করেন। সেদ্ধ, ভাজা বা তরকারি হিসেবে আলু খাওয়া একঘেয়ে মনে হতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, আলু শুধুই ঝাল পদের জন্য নয়, এটি দিয়ে সহজেই মিষ্টি পদ তৈরি করা সম্ভব। ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস নয়, বরং আলুর আড়ালে লুকানো রয়েছে স্বাস্থ্যকর এবং লোভনীয় মিষ্টি রেসিপি। এই নতুন ধরনের রেসিপি কেবল মন ও জিভই নয়, পেটকেও সন্তুষ্ট রাখে।  


রইল দুটি সহজ রেসিপি:  

আলুর রসমালাই-

উপকরণ:

বল তৈরির জন্য: সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার/অ্যারারুট, সামান্য ঘি।

দুধের সিরা (মালাই) তৈরির জন্য: দুধ/ফুল ক্রিম, চিনি, এলাচগুঁড়ো, কেশর, পেস্তা, বাদাম।  

প্রণালী:

আলুর বল তৈরি – সেদ্ধ আলু ভালো করে মেখে মসৃণ করে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যরারুট মিশিয়ে নরম ডো তৈরি করুন। এই ডো থেকে ছোট ছোট গোল বলের আকারে কেটে নিন। একটি প্যানে অল্প ঘি গরম করে বলগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নিন।

দুধের সিরা তৈরি:

একটি বড় পাত্রে ১ লিটার দুধ নিয়ে ফুটাতে থাকুন। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে এলে চিনি এবং এলাচগুঁড়ো দিন। এরপর কেশর ও কুচিয়ে রাখা পেস্তা, বাদাম মিশিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন, যতক্ষণ না মালাইটা ঘন হয়। 

রসমালাই তৈরি:

এবার ভেজে রাখা আলুর বলগুলো ঘন দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন। এবার ঠান্ডা হলে পরিবেশন করুন আলুর রসমালাই। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে স্বাদ আরও বাড়বে। 

রাঙা আলুর পায়েস-

উপকরণ:

রাঙা আলু বা মিষ্টি আলু: মাঝারি মাপের ২-৩টি

দুধ: ১ লিটার (ঘন হলে ভালো)

চিনি: স্বাদমতো

থেঁতো করা এলাচ: ২-৩টি

তেজপাতা: ১টি

ঘি: ১ চামচ

গোবিন্দভোগ চাল বা সাবুদানা: ১/২ কাপ (চাইলে নিতে পারেন)

সাজানোর জন্য কাজুবাদাম, কিশমিশ।

প্রণালী:

রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। ছোট ছোট কিউব আকারেও কেটে নিতে পারেন। চাল ব্যবহার করলে তা অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। এবার একটি ভারী পাত্রে দুধ গরম করুন। তেজপাতা ও থেঁতো করা এলাচ দিয়ে দুধ ফুটিয়ে নিন। দুধ ঘন হতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। এবার মাখা আলু বা কেটে রাখা আলু ও সেদ্ধ চাল ফোটানো দুধের মধ্যে দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যাতে পাত্রের তলায় লেগে না যায়। আলু কিছুটা সেদ্ধ হয়ে গেলে এবং পায়েস ঘন হয়ে এলে চিনি মেশান। চিনি ভালো করে মিশে গেলে আরও কিছুক্ষণ রান্না করুন। ঘি দিয়ে একটু ভাজা কাজু ও কিশমিশ পায়েসের উপর ছড়িয়ে দিন। গরমের চেয়ে কিছুটা ঠান্ডা অবস্থায় এই পায়েস বেশি সুস্বাদু। গোটা রান্নাটা মাটির পাত্রে করলে ভালো হয়।


You might also like!