
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সল্টলেকের আইপ্যাক অফিসে ইডি অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি অভিযোগ করেছেন, ফরেনসিক টিম ব্যবহার করে ল্যাপটপ, মোবাইল এবং দলের সমস্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনের রণকৌশল ও প্রার্থী তালিকা চুরি করা হয়েছে। মমতা এ ঘটনাকে স্পষ্টভাবে “ক্রাইম” এবং “ডেমোক্রেসির হত্যাকাণ্ড” হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানান, অভিযান শুরু হয়েছে ভোর ৬টা থেকে, যখন অফিসে কেউ উপস্থিত ছিলেন না। এই সময়ে দলের সমস্ত গোপন ডেটা এবং এসআইআর সংক্রান্ত নথি ফরেনসিক টিমের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। মমতা বলেন, ”অপারেশনটা শুরু হয়েছে ভোর ৬টা থেকে। যখন অফিসে কেউ ছিল না। সেই সময় আমাদের পার্টির সমস্ত ডেটা, ল্যাপটপ, মোবাইল, নির্বাচনের রণকৌশল, এমনকী এসআইআর সংক্রান্ত নথি ফরেনসিক টিম নিয়ে এসে ট্রান্সফার করা হয়েছে। এটা ক্রাইম।”
তাঁর কথায়, ”সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছে। এখন নতুন করে সব করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। কোনও নথির প্রয়োজন থাকলে তা আয়কর থেকে নথি নিতে পারত।” বিজেপিকে ডাকাতের দল বলেও এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” নির্বাচন আসলেই নোটিস পাঠানো হয়। রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই, তাই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করল।” কার্যত দিল্লির কেন্দ্রের সরকারকে হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “আমি সৌজন্যতা দেখাব। কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে থাকব?”
এছাড়া, মমতা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন। তাঁর বক্তব্য, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।” মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।”
