
রাঁচি, ৩০ ডিসেম্বর : আইপিএলের নিলামে ৪০ লাখে চেন্নাই সুপার কিংস দলে জায়গা পাওয়া আমান খান গড়লেন বিব্রতকর রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এখন এই ভারতীয় অলরাউন্ডারের।ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে সোমবার ঝাড়খন্ডের বিপক্ষে ১০ ওভারে ১২৩ রান দেন পুদুচেরি অধিনায়ক আমান।
লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি গড়ার পাঁচ দিন পরই ‘মুক্তি’ পেলেন আরেক ভারতীয় ক্রিকেটার মিবোম মোসু। অরুনাচলের এই পেসার একই আসরে গত বুধবার বিহারের বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ১১৬ রান।
