Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

5 days ago

Arjuna Awards 2025: জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়নি,খেলরত্ন মনোনীত একমাত্র হার্দিক সিং

Hardik Singh is the sole nominee for the Major Dhyan Chand Khel Ratna award
Hardik Singh is the sole nominee for the Major Dhyan Chand Khel Ratna award

 

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: বুধবার রাতে নয়াদিল্লিতে এক নির্বাচন প্যানেলের সভায় সুপারিশগুলি চূড়ান্ত করা হয়। টানা দ্বিতীয় বছরের মতো, জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়নি, বুধবার নির্বাচন কমিটি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরষ্কারের জন্য তাদের সুপারিশ প্রকাশ করেছে। এই বছরের খেলরত্নের জন্য একমাত্র ভারতের পুরুষ হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে অর্জুন পুরষ্কারের জন্য ২৪ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার নয়াদিল্লিতে এক নির্বাচন প্যানেলে ছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গগন নারাং, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অপর্ণা পোপট এবং প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমায়া। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যার মধ্যে একটি পদক, একটি প্রশংসাপত্র এবং নগদ ২৫ লক্ষ টাকা পুরস্কার রয়েছে। অন্যদিকে, অর্জুন পুরস্কারের মধ্যে ১৫ লক্ষ টাকা পুরস্কারের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় ক্রীড়া পুরষ্কারের সুপারিশ:


মেজর ধ্যানচাঁদ খেলরত্ন : হার্দিক সিং (হকি)

অর্জুন পুরষ্কার : তেজস্বিন শঙ্কর (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাঠি (দাবা), দিব্যা দেশমুখ (দাবা), ধানুশ শ্রীকান্ত (বধির শ্যুটিং), প্রণতি নায়ক (জিমন্যাস্টিকস), রাজকুমার পাল (হকি), সুরেহাবাদি (সুর্মাবাদি), কুমার পাল (হকি)। রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা-শ্যুটিং), একতা ভয়ান (প্যারা-অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিং (পোলো), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শিওরান (শ্যুটিং), মেহুলি ঘোষ (শ্যুটিং), সুতীর্থ মুখার্জি (টেবিল টেনিস), সোনম মালিক (রেসলিং), সোনম মালিক (কুস্তিগীর), এ্যাড. গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), লালরেমসিয়ামি (হকি), মোহাম্মদ আফসাল (অ্যাথলেটিক্স), পূজা (কাবাডি)।

You might also like!