Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Life Style News

1 week ago

Reduce your Dandruff Problems: শীতকালে খুশকি নিয়ে নাজেহাল? বদলে ফেলুন তেল মাখার পদ্ধতি

Reduce your Dandruff Problems
Reduce your Dandruff Problems

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতকালে অনেকেই খুশকি এবং চুল ঝরার সমস্যায় নাজেহাল হয়ে পড়েন। বাজারে প্রচুর শ্যাম্পু ও ওষুধ ব্যবহার করেও অনেক সময় সমাধান মিলছে না। উলটে, চুল আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছে এবং স্ক্যাল্প শুকিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার জন্য নারকেল তেল একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান। নারকেল তেলে থাকা পুষ্টি উপাদান স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে স্বাস্থ্যবান রাখে। তবে তেল মাখার সঠিক পদ্ধতি মেনে চলা অত্যন্ত জরুরি।  


কীভাবে তেল মাখবেন?  

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে ভাল করে মিশে যায়। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন। নরম শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন খুশকি দূর হয়ে, চুল তাড়াতাড়ি বাড়বে।

কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।

আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন।

যদি এতেও কোনও লাভ না হয়, তাহলে ডাক্তারকে কিন্তু দেখাতেই হবে। আর নিয়মিত শ্যাম্পু করতে কিন্তু ভুলবেন না। 

You might also like!