Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

International

6 days ago

Osman Hadi: হাদি খুনের তদন্তে নাটক? ‘সরকারই মাস্টারমাইন্ড’—নিহত নেতার দাদার এমন দাবিতে ওপার বাংলায় তীব্র শোরগোল

Osman Hadi
Osman Hadi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। এই ঘটনার রেশ ধরে এবার সরাসরি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুললেন নিহতের দাদা শরিফ ওমর বিন হাদি। তাঁর দাবি, ওসমানের মৃত্যুর নেপথ্যে বর্তমান সরকারের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত রয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে আয়োজিত ‘শহীদি শপথ’ নামক একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজের তীব্র ক্ষোভ উগরে দেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি অভিযোগ করেন যে, তাঁর ভাইয়ের মৃত্যুর পর ছয়টি দিন অতিবাহিত হলেও প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সরকারের এই নিষ্ক্রিয়তা নিয়েই এখন প্রশ্ন তুলছেন তিনি।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতাধর ছিলেন, যাঁরা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তাঁরা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নেই। তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।” সেই সঙ্গে তাঁর আরও মন্তব্য, ”আপনারা যদি মনে করেন, আর দু’মাস পরে রাষ্ট্রক্ষমতা থেকে সরে গিয়ে বিদেশে চলে যাবেন। মনে রাখবেন, এই দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই। সরকারকে অনুরোধ, দ্রুত খুনিদের আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয়। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তা আমরা কখনওই হতে দেব না।”

প্রয়াত ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর দাদা। ওমর বিন হাদি বলেন, ”রাজপথে আন্দোলন কীভাবে করতে হয়, কেমন করে স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, কী করে জনসাধারণের নেতা হতে হয়; ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছে।”

You might also like!