Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

6 days ago

Jacqueline Fernandez: জ্যাকলিনকে দেখেই ওত পেতে থাকা! গোপনে ক্যামেরাবন্দি করতেই ক্ষুব্ধ নেটিজেনরা, প্রশ্নের মুখে অভিনেত্রীর নিরাপত্তা

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের খবর খোঁজা কিংবা তাঁদের অগোচরে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া বর্তমান সময়ের এক ব্যাধিতে পরিণত হয়েছে। এবার এই অনভিপ্রেত ঘটনার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও প্রবল গতিতে ভাইরাল হয়েছে, যেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে রেস্তরাঁয় বসে নিভৃতে কথা বলতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্রই তা নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অবগত হয়েছেন জ্যাকলিন নিজেও। একজন তারকার ব্যক্তিগত পরিসরে এভাবে হস্তক্ষেপ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীদের একাংশ। ঠিক কোন পরিস্থিতিতে এবং কার সঙ্গে তিনি সেখানে উপস্থিত ছিলেন, তা নিয়ে এখন নানা জল্পনা চলছে।

দিল্লির এক রেস্তরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে গিয়েছিলেন জ্যাকলিন। আর সেখানেই তাঁর ভিডিও ক্যামেরাবন্দি করেন ঋষভ শেঠিয়া নামে এক ব্যক্তি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে ইনি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।’ সঙ্গে জুড়েছেন জ্যাকলিনের ছবির জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’। ওই ব্যাক্তির পোস্টে মজাচ্ছলে উত্তরও দিয়েছেন অভিনেত্রী। মজার ইমোজি দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ, এটা আমিই’। তবে জ্যাকলিন বিষয়টা হালকাভাবে নিলেও এই ঘটনা মোটে ভালোভাবে নেয়নি তাঁর অনুরাগী এবং নেটপাড়া।

নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হতেই অনেকে বলেছেন, ‘এটা দেখে ভালো লাগল যে আপনি ওনাকে বিরক্ত না করে দূর থেকেই ভিডিও করেছেন।’ কেউ আবার বলেছেন জ্যাকলিনের সঙ্গে কোনও এক সময়ে সরাসরি সাক্ষাতের ভালো অভিজ্ঞতার কথা। তবে অনেকেই লুকিয়ে অভিনেত্রীর এমন ভিডিও করা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন’ উনি ভদ্রতা বজায় রাখেন মানেই কি তাঁকে গোপনে ক্যামেরাবন্দি করা যায়?’, কেউ আবার লুকিয়ে এমন ভিডিও ক্যামেরাবন্দি করা নিয়ে তুলেছেন নিরাপত্তার প্রশ্ন। এর আগে একই ঘটনার শিকার হয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান, করিনা কাপুর ও সইফ আলি খান থেকে রণবীর কাপুর প্রমুখ।

You might also like!