Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Life Style News

1 week ago

Relationship Tips: পার্টনারের সঙ্গে অবিরাম ঝগড়া? এই ৫ সহজ কৌশল অনুসরণ করলেই মিলবে শান্তি

Relationship Tips
Relationship Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্পর্কে থাকলে মাঝে মাঝে কথা কাটাকাটি স্বাভাবিক ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, একেবারে ঝগড়া না হওয়াটা অস্বাভাবিক। তবে যদি প্রতিদিন কথাকাটাকাটি বা ঝগড়া হয়, তাহলে এটি গভীর সমস্যা এবং সম্পর্ক বিচ্ছেদের কিনারে পৌঁছাতে পারে। মানসিক ও সম্পর্ক পরামর্শকরা মনে করান, সম্পর্কের টানাপোড়েনকে সামলাতে হলে প্রথমে একে শান্তভাবে মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। কথার উত্তাপে প্রতিক্রিয়া না দেখানো, একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এবং সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করা এই ক্ষেত্রে কার্যকর। বিশেষজ্ঞরা আরও বলেন, ছোটখাটো বিরোধে সময়মতো সমাধান না করা দীর্ঘমেয়াদে বড় সমস্যার সূত্রপাত করতে পারে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে।

১। সবার প্রথমে আপনাকে কথা কাটাকাটির কারণ খুঁজে নিতে হবে। সেটা লিখে ফেলতে হবে এক জায়গায়। এই কাজটা করলেই সমস্যার সহজ সমাধান করতে পারবেন। দেখবেন ঝামেলা অশান্তি হবে না।

২। আপনার কোনও দোষ রয়েছে কি না, সেটা দেখতে হবে। থাকলে নিজেকে শুধরে নিন। পাশাপাশি নিজের ভুলের জন্য বলতে হবে সরি। এই কাজটা করলেই কিন্তু বিষয়টা সহজেই সামলে নিতে পারবেন।

৩। কোথাও একটা ঘুরতে যেতেই হবে। সপ্তাহে একবার বেরন অথবা দুই সপ্তাহে একবার। ব্যাস, তাহলেই দেখবেন কাজ হবে। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হবে না।

৪। একটু বেশি সময় দিন সঙ্গীকে। তার সঙ্গে ভাল সময় কাটান। আশা করছি, তাহলেই তিনি আপনার প্রেমে নতুন করে হাবুডুবু খাবেন। তার ফলে মিটে যাবে সমস্যা।

৫। মেনে নিতে শিখুন। সব বিষয়ে কথা বলবেন না। এটাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে করবে সাহায্য। পাশাপাশি কমবে কথা কাটাকাটি। 

৬। পরিশেষে বলি, এই সমস্যা যদি কিছুতেই না কমে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। রিলেশনশিপ এক্সপার্টের সঙ্গে কথা বলুন। তাহলেই সমস্যা থেকে বেরতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, কথাকাটাকাটি অস্বাভাবিক নয়, তবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সতর্ক হওয়া উচিত। সমস্যার সূত্র ধরেই সম্পর্কের উন্নতি করা সম্ভব, যদি উভয় পক্ষ ধৈর্য, বোঝাপড়া ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসে। 


You might also like!