Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

6 hours ago

Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া

Cristiano Ronaldo eyes 1,000 goals after winning Globe Soccer Award
Cristiano Ronaldo eyes 1,000 goals after winning Globe Soccer Award

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের আকাশপ্রদীপ হয়ে জ্বলে উঠলেন ফুটবল বিশ্বের বর্তমান ও ভবিষ্যতের তারকারা। গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে একদিকে যেমন ছিল সেরার স্বীকৃতি, অন্যদিকে ছিল দুই প্রজন্মের মহাতারকাদের মধ্যে বন্ধুত্বের এক বিরল মুহূর্ত। এদিন স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল কেবল সেরার ট্রফিই জিতলেন না, তাঁর খুনসুটি আর হাসিতে ধরা দিলেন খোদ ক্রিস্তিয়ানো রোনাল্দোও।

মোট তিনটি পুরস্কার জিতেছেন ইয়ামাল। সেরা ফরোয়ার্ড, লা লিগার সেরা অনূর্ধ্ব ২৩ ফুটবলার এবং মারাদোনা অ্যাওয়ার্ড। এই শেষ পুরস্কার নিতে যখন মঞ্চ উঠেছিলেন ইয়ামাল, অনুষ্ঠানের সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কে? আপনার সম্পর্কে কোন কথাটা মানুষ জানুক, আপনি চান?’ প্রশ্নটির উত্তরে ইয়ামাল বলেন, ‘আমি চাই মানুষ জানুক, বাড়িতে আমার মা আসল বস!’ এ রকম একটা উত্তরের জন্য তৈরি ছিলেন না কেউই। রোনাল্দো ও তাঁর বান্ধবী খিওর্খিনা রদ্রিগেস হেসে ফেলেন ইয়ামালের উত্তর শুনে। রোনাল্দো আবার জানিয়েছেন, ১০০০ গোল না হওয়া পর্যন্ত অবসর নেবেন না।

উসমানে দেম্বেলে ব্যালন ডি’ওর জেতার পরে সেরা ফুটবলারের পুরস্কার পেলেন এই মঞ্চেও। মেয়েদের বর্ষসেরা ফুটবলার যেমন হয়েছেন বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। ছেলেদের ফুটবলে সেরা ক্লাব প্যারিস সাঁ জামাঁ। মেয়েদের ফুটবলে এই পুরস্কার পেল বার্সেলোনা। সেরা কোচ পিএসজির লুইস এনরিকে। ছেলেদের ফুটবলে সেরা ফরোয়ার্ড ইয়ামাল, সেরা মিডফিল্ডার ভিতিনিয়া। সেরা ইমার্জিং ফুটবলার দেসিরে দুয়ে। সেরা জাতীয় টিম পর্তুগাল।

লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন জাপানের হিদেতোশি নাকাতা ও আন্দ্রে ইনিয়েস্তা। বছরের সেরা কামব্যাকের পুরস্কার পেয়েছেন পল পোগবা। লা লিগার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রাফিনিয়া।


You might also like!