
লখনউ, ১১ ডিসেম্বর : কনকনে শীতে কাঁবু উত্তর প্রদেশ। শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোরক্ষপুর, অযোধ্যা, মোরাদাবাদ-সহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলা। কনকনে ঠান্ডার মধ্যেই ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।
অনেক স্থানে শূন্যে নেমে আসে দৃশ্যমানতা। ফলে ব্যাহত হয় যানবাহন চলাচল। রাজ্যের গোরক্ষপুর এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। তীব্র শীতের আমেজ ছিল আজমগড়ে। তাজনগরী আগ্রাতেও ঘন কুয়াশা ছিল। আপাতত কনকনে ঠান্ডা এবং কুয়াশা থেকে নিস্তার পাবে না উত্তর প্রদেশ।
