
নয়াদিল্লি, ১১ জানুয়ারি : রাজধানী দিল্লিতে আয়োজিত হল সানডে অন সাইকেল কর্মসূচির। রবিবার সকালে এই কর্মসূচিতে যোগ দেন অসংখ্য উৎসাহীরা। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 'সানডে অন সাইকেল' অনুষ্ঠানে যোগ দেন, যেখানে টেনিস তারকা লিয়েন্ডার পেসও উপস্থিত ছিলেন।
এই ৫৬-তম পর্বে ফিট ইন্ডিয়া, ১৫,০০০-এরও বেশি স্থানে যুবকদের অংশগ্রহণ, ফিটনেসের মাধ্যমে নেতৃত্ব এবং দূষণের সমাধান হিসেবে সাইক্লিংকে উৎসাহিত করা হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "‘সানডে অন সাইকেল’-এর ৫৬-তম সংস্করণ একটি বড় মাইলফলক। এক বছর আগে যখন এই উদ্যোগটি শুরু হয়েছিল, তখন এটি দেশের ২৪০টি স্থানে অনুষ্ঠিত হয়েছিল।"
