Game

3 hours ago

Asia Cup: সংযুক্ত আরব আমিরশাহীকে উড়িয়ে দিয়ে মাত্র ২৭ বলেই জয় তুলে নিল ভারত

Asia Cup
Asia Cup

 

দুবাই , ১১ সেপ্টেম্বর  : এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহীকে উড়িয়ে দিয়ে ভারত জয় পেল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাটাররা। ১৩.১ বলে মাত্র ৫৭ রানে শেষ হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই সহজ জয় পেয়ে যায় ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (১০ সেপ্টেম্বর) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি কিছুটা ভালো করলেও তাদের পরবর্তী ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। দুই ওপেনার ছাড়া বাকিদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। সব্বোর্চ রান করেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তিনি ২২ বলে ১৯ রান করেন। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। পরের বলে আবারও বাউন্ডারি। তবে ম্যাচ জিতিয়ে ফিরতে পারেন নি এই বাঁ-হাতি ব্যাটার। জুনাইদ সিদ্দিকীর বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০ রান।

এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ২ বল খেলেই ম্যাচ শেষ করেন সূর্যকুমার যাদব। তার ব্যাট থেকে আসে ২ বলে ৭ রান। অপর প্রান্তে ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন শুভমন গিল। ভারতের হয়ে কুলদীপ নেন ৪ উইকেট, শিভম দুবে নেন ৩ উইকেট। এ ছাড়া বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও বুমরাহ নেন ১টি করে উইকেট।

You might also like!