kolkata

3 hours ago

SSC:২০২২ সালের টেট উত্তীর্ণদের প্রতিবাদে বিধানসভা চত্বর উত্তাল

Assembly premises in uproar in protest against 2022 TET passers
Assembly premises in uproar in protest against 2022 TET passers

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্য রাজপথে ফের উত্তেজনার ছোঁয়া। চাকরিপ্রার্থীদের আন্দোলনে বিক্ষোভ দেখা দিয়েছে ধর্মতলা চত্বরে। ২০২২ সালের টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ের দাবিতে বৃহস্পতিবার পথে নেমে এসেছেন। তাঁদের মিছিল থামাতে পুলিশ এসপ্ল্যানেড স্টেশনের কাছে বাধা দিলে চাকরিপ্রার্থীরা তা উপেক্ষা করে ছুটতে থাকে। পিছু পিছু দৌড়তে থাকে পুলিশও। একপর্যায়ে তারা বিধানসভার সামনে পৌঁছে গেটের মুখে বসে পড়েন। এরপর শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে প্রবল ধস্তাধস্তি।

চাকরিপ্রার্থীদের দাবি, টেট পাশ করে তাঁরা তিন বছর ধরে বসে আছেন, এখনও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। কবে ইন্টারভিউ হবে, সেই প্রশ্নকে সামনে রেখেই এ দিন পথে নামেন তাঁরা। একই সঙ্গে ৫০ হাজার নিয়োগের দাবি তোলেন। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করেই বিধানসভার দিকে ছুটতে থাকেন তাঁরা। পুলিশ ঘোষণা করতে থাকে, এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। আইন যেন কেউ না ভাঙেন।

চাকরিপ্রার্থীদের দাবি, টেট পাশ করে তাঁরা তিন বছর ধরে বসে আছেন, এখনও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। কবে ইন্টারভিউ হবে, সেই প্রশ্নকে সামনে রেখেই এ দিন পথে নামেন তাঁরা। একই সঙ্গে ৫০ হাজার নিয়োগের দাবি তোলেন। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করেই বিধানসভার দিকে ছুটতে থাকেন তাঁরা। পুলিশ ঘোষণা করতে থাকে, এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। আইন যেন কেউ না ভাঙেন।

You might also like!