দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গা পুজোর আগে থেকেই কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। সেই সঙ্গে বাড়ছে মেট্রো রেলের যাত্রীসংখ্যা, যা শহরের অন্যতম প্রধান গণপরিবহণ মাধ্যম। পুজোর সময় ভিড় সামলাতে এবং পরিষেবা আরও সুষ্ঠুভাবে চালাতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নতুন কিছু নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাগুলি বোর্ডের মাধ্যমে প্রতিটি মেট্রো স্টেশনে টাঙানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বোর্ডগুলি বাংলা, হিন্দি এবং ইংরেজি—তিনটি ভাষায় লেখা হয়েছে, যাতে সবাই সহজেই তা বুঝতে পারেন।
নতুন নিয়ম অনুযায়ী, টিকিট কাউন্টার ও গেটের সামনে ভিড় না করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। যাত্রীদের মালপত্রের ওজন ১৫ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এসকেলেটর বা চলমান সিঁড়ির ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। যাত্রীদের বাম দিকে দাঁড়ানো এবং ডান দিক দিয়ে হাঁটার নিয়ম মানতে বলা হয়েছে। এসকেলেটর থেকে নামার সঙ্গে সঙ্গে সরতে হবে যাতে পিছনের যাত্রীরা সহজে নামতে পারেন। মেট্রো চত্বরে মদ্যপ অবস্থায় আসা বা অশালীন আচরণ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। মেট্রো রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, রেলওয়ে স্টেশনের মতোই এই বোর্ডের উদ্দেশ্য যাত্রীদের সচেতন করা। পুজোর মরশুমে যাত্রীর সংখ্যা বাড়ায় মেট্রো রেল কর্তৃপক্ষ চাইছে যাতে ভিড়েও নিরাপত্তা বজায় থাকে।
উল্লেখ্য, যাত্রী সংখ্যায় ইতিমধ্যেই রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। অগস্টের শেষ সপ্তাহে মোট ৪৯.১৮ লক্ষ যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন, যা এক অভূতপূর্ব সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের আশা, খুব শীঘ্রই এই সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে গড়ে প্রতিদিন মেট্রো ব্যবহার করেছেন প্রায় ৭.৪৯ লক্ষ যাত্রী। এর মধ্যে ১ সেপ্টেম্বর যাত্রীসংখ্যা ছিল ৮.০৭ লক্ষ, ৪ সেপ্টেম্বর ৭.৮৬ লক্ষ এবং ৬ সেপ্টেম্বর ৭.১৩ লক্ষ। বিশেষভাবে উল্লেখযোগ্য, গ্রিন লাইনে ১ ও ৪ সেপ্টেম্বর দুই দিনেই যাত্রীসংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ।