Entertainment

9 hours ago

Monali Thakur: গায়িকা মোনালির আট বছরের দাম্পত্যে ইতি, জল্পনায় সরগরম নেটপাড়া!

Monali Thakur  and her husband Mike Richter
Monali Thakur and her husband Mike Richter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:গায়িকা মোনালি ঠাকুর ২০১৭ সালে গোপনে বিয়ে করেন সুইৎজারল্যান্ডের হোটেল ব্যবসায়ী মাইক রিখটারকে। বিয়ের তিন বছর পর, ২০২০ সালে তিনি এই খবর প্রকাশ্যে আনেন। গত বছরের শেষ থেকে মোনালি দেশেই রয়েছেন বলে জানা গেছে।

স্বামী মাইক ও মোনালি ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আর ‘অনুসরণ’ করেন না। এমনকি, গায়িকার স্বামী নিজের ইনস্টাগ্রামের পাতা ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। তার পর থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে।

খুব সাধাসিধে ভাবে নাকি বিয়ে হয় মোনালি ও মাইকের। এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। যদিও একসময় অনেকেই তাঁকে ‘গোল্ড ডিগার’ বলেছিল। অর্থের জন্য নাকি বিদেশি ছেলেকে বিয়ে করেছেন তিনি। সেই সময় গায়িকা জানিয়েছিলেন, তাঁর রোজগার স্বামীর তুলনায় অনেক বেশি। যদিও এক সময় সুইৎজ়ারল্যান্ডের দিনযাপনের একাধিক ছবিও ভিডিয়ো দিতেন। তাঁর স্বামী চাষাবাদ, পশুপালন করতে ভালবাসেন, সে কথাও জানিয়েছিলেন। যদিও সে সব স্মৃতি সমাজমাধ্যম থেকে এখন মুছে দিয়েছেন গায়িকা।

You might also like!