kolkata

10 hours ago

Kolkata Metro: কলকাতা মেট্রোর সমস্যায় জেরবার নিত্যযাত্রীরা, সমাধানের পথ খুঁজছেন কর্তৃপক্ষ

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : কলকাতা মেট্রোর হাজারো সমস্যায় জেরবার হচ্ছেন নিত্যযাত্রীরা। বুধবার মেট্রো সূত্রে জানা গিয়েছে, মুস্কিল আসানের পথ খুঁজতে সংস্থার আধিকারিকরা আলোচনায় বসছেন নিজেদের মধ্যে। দক্ষিণের একেবারে প্রান্তিক কবি সুভাষ স্টেশনের একটি অংশে ভাঙনের পর থেকেই একাধিক সমস্যা মাথাচাড়া দিয়েছে, যার খেসারত দিচ্ছেন তাঁরা। কিছু ক্ষেত্রে আধ ঘণ্টার যাত্রাপথ শেষ হতে লেগে যাচ্ছে প্রায় দেড় ঘণ্টা। আবার রাতের মেট্রোর নিয়ম অনুসারে বাড়তি খরচ হয়ে যাচ্ছে! এই অবস্থায় অনেকটা অসহায় ও অস্বস্তিতে পড়েছেন কলকাতা মেট্রোর আধিকারিকরা। সম্প্রতি তিনটি অংশে মেট্রোর সংযোগ হওয়ায় সামগ্রিকভাবে মেট্রোর উপযোগিতা ও যাত্রীসংখ্যা দুইই বেড়েছে। প্রযুক্তিগত কিছু বিষয়ও জড়িত। কিন্তু এরকম চাপ তৈরি হবে, তা অনেকেই অনুমান করতে পারেননি।

মেট্রোর নিয়ম অনুযায়ী রাতের ‘বিশেষ’ মেট্রো ১০টা ২০ মিনিটে যেটা ছাড়ে সেজন‌্য অতিরিক্ত ১০ টাকা সারচার্জ নেওয়া হয়। তাই রাত সাড়ে ১০টা বেজে গেলেই গেট দিয়ে বেরতে এই অতিরিক্ত টাকা কেটে নিচ্ছে কর্তৃপক্ষ। যারা কাগজের টিকিট কেটে যান, তাঁদের গেটের পাশ দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু স্মার্ট কার্ড পাঞ্চ করে বেরতে গেলেই যাত্রীদের পকেট থেকে কাটা যাচ্ছে অতিরিক্ত ১০ টাকা। এ নিয়ে সোমবার রাতে শহিদ ক্ষুদিরাম স্টেশনে বিক্ষোভও দেখিয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বিপাকে পড়ে নিজের পকেট থেকেই অতিরিক্ত ১০ টাকা করে ফেরত দিয়েছেন স্টেশন মাস্টার।

You might also like!