কলকাতা, ২ সেপ্টেম্বর : “আমি একটা জিনিস বুঝি না, বামপন্থীরা মুসলমানদের এত তেল দেয় কেন? পরিবর্তে তো তারা মুসলমানদের কাছে কিচ্ছু পায় নি! মুসলমানপ্রধান বাংলাদেশে তো বামপন্থীদের অস্তিত্ব নেই বললেই হয়!” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই প্রশ্ন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “সিপিএম ও অন্যান্য বামপন্থীরা নাকি প্যালেস্টাইনের সমর্থনে বিরাট মিছিল বের করেছিল। প্রত্যাশিতভাবেই, তাতে ইজরায়েলি পণবন্দিদের ছেড়ে দেবার একটি কথাও নেই।”