দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ বিরোধী প্রস্তাবের আলোচনার সময় বিরোধী দলনেতাসহ বিজেপি বিধায়কদের অসভ্য আচরণ ধরা পড়ে। পুনরায় সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে, এবং তাঁকে বের করার জন্য মার্শালও ডাকা হয়। এরপর বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বাইরে চলে যান। বিধানসভার গেটে বিরোধী দলনেতা রীতিমতো ক্ষিপ্ত হন এবং দাবি করেন, সেনার নামে জয়ধ্বনি দেওয়ায় তাঁকে অনৈতিকভাবে বের করা হয়েছে।বিধানসভায় তুলকালাম। ভারতীয় সেনাবাহিনীর গাড়ি আটকানো নিয়ে কথা বলার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। বিরোধী দলনেতার কথায়, ‘সাসপেনশন নিয়ম না মেনেই সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে কথা বলায় সাসপেন্ড, আমি গর্বিত।’