kolkata

5 hours ago

Tribute to Poet Birendra Chatterjee: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

Poet Birendra Chattopadhyay
Poet Birendra Chattopadhyay

 

কলকাতা, ২ সেপ্টেম্বর  : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।মঙ্গলবার এক্স হ্যান্ডলে সুকান্তবাবু লিখেছেন, “বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি, রবীন্দ্র পুরস্কার-সহ অসংখ্য সম্মানে ভূষিত বীরেন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের জন্মদিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।”

প্রসঙ্গত, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের (২ সেপ্টেম্বর ১৯২০ — ১১ জুলাই ১৯৮৫) কবিতায় ভাষিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা-বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র-প্রতিবাদ। অন্যদিকে রোমান্টিকের মতো সমাজ জীবনের সুন্দর স্বপ্নকে শেষমুহূর্ত পর্যন্ত রক্ষা করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য স্বীকৃতি রবীন্দ্র পুরস্কার।

You might also like!