Game

7 hours ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ,দ্বিতীয় ম্যাচেও জয়শূন্য ম্যানচেস্টার ইউনাইটেড

Manchester United's Bruno Fernandes reacts after missing a penalty
Manchester United's Bruno Fernandes reacts after missing a penalty

 

ম্যানচেস্টার, ২৫ আগস্ট : ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ড শেষে জয়শূন‍্য ম‍্যানচেস্টার ইউনাইটেড। হার দিয়ে আসর শুরু করা ইউনাইটেড দল এবার ড্র করেছে ফুলহ‍্যামের বিপক্ষে। ফুলহ‍্যামের মাঠে রবিবার ম‍্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। বদলি নেমে গোল করে ফুলহ‍্যামকে একটি পয়েন্ট এনে দেন এমিল স্মিথ রো। টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ‍্যাম। আর্সেনালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা ইউনাইটেডের অবস্থান ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।


You might also like!