কলকাতা, ৩ সেপ্টেম্বর : সিএএ-র আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি-সহ মোদী, শাহকে কৃতজ্ঞতা জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএএ-এর অধীনে আবেদনের জন্য ভারতে প্রবেশের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়িয়েছে! এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞ।”
In a landmark decision, the Govt of India has allowed minorities from Afghanistan, Bangladesh & Pakistan — Hindu, Sikh, Buddhist, Jain, Parsi & Christian — who entered India on/before 31st Dec 2024 due to religious persecution, to stay even without valid documents.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 3, 2025
A true step… pic.twitter.com/PvjKzomEoU