Entertainment

3 hours ago

Tamannaah Bhatia:সিনেমার জগৎ নিয়ে তমান্নার সরাসরি মন্তব্য: “ভালো মানুষ বলে সুযোগ নেই”

Tamannaah Bhatia
Tamannaah Bhatia

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে তমান্না ভাটিয়া যেন এক জীবন্ত কবিতা। সৌন্দর্য, প্রতিভা এবং আত্মবিশ্বাসের দুর্লভ সংমিশ্রণ তাঁর চরিত্রে প্রতিফলিত হয়, চোখেই গল্প বলার ক্ষমতা এবং উপস্থিতিতে পর্দা কাঁপিয়ে দেওয়ার জাদু থাকে। দক্ষিণী চলচ্চিত্র থেকে শুরু করে বলিউড, মেইনস্ট্রিম সিনেমা থেকে ওটিটি—প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। ‘বাহুবলী’ সিরিজের ঐতিহাসিক সাফল্য থেকে শুরু করে ‘জেলার’ এবং ‘স্ত্রী ২’-এর মতো সমসাময়িক হিট ছবিতে, তমান্নার প্রতিটি চরিত্র যেন দর্শকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।

এই বছর, তমান্না পূর্ণ করছেন তাঁর অভিনয় জীবনের ২০ বছর, এটা একটা সময়সীমা নয়, এক মহাকাব্য। এই যাত্রা শুরু হয়েছিল এক তরুণীর স্বপ্ন থেকে, আর আজ তা পৌঁছেছে এক নারীর বিজয়গাথায়। তিনি কখনও ‘স্টার কিড’ ছিলেন না, কিন্তু নিজেকে গড়ে তুলেছেন ‘স্টার’ হিসেবে— নিজের শর্তে, নিজের ভাষায়।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-র সঙ্গে এক অন্তরঙ্গ আলাপচারিতায়, তমান্না বলেন, ‘কাজ তখনই আসে, যখন আপনি এমন কিছু আনেন যা প্রাণ দেয় গল্পে। ভাবনা যদি স্পন্দিত করে, স্ক্রিপ্ট যদি কথা বলে— তবেই সেটা কাজ করে। অন্যের অনুভূতির ভার বইতে গিয়ে নিজের সৃষ্টিশীলতা হারালে, অবদান রাখার পথটাই কমে যায়।’

পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে তমন্নার অবস্থান সাহসী, স্পষ্ট, এবং প্রগতিশীল। তিনি বলেন, ‘আমি কল্পনা করতাম, যারা নিয়ম বানায়, তারা যদি শাড়ি বা ঝলমলে পোশাকে থাকত, তা হলে বুঝত, সেটা ঠিক ভাবে পরা কতটা কঠিন।’ তমন্নার এই কথার মধ্যে আছে বিদ্রূপ, আছে প্রতিবাদ, আর আছে এক নারীর আত্মজাগরণের গল্প। তামান্না বুঝেছিলেন— তিনি যা পারেন, অনেকেই তা পারেন না। আর সেই উপলব্ধিই তাঁকে দিয়েছে অদম্য সাহস।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি হাজির হচ্ছেন ডায়ানা পেন্টির সঙ্গে, বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ় ‘Do You Wanna Partner?’-এ। সিরিজ়টি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়ো-তে, যেখানে সম্পর্কের জটিলতা, সমঝোতা, এবং আত্ম-অন্বেষণের গল্প উঠে আসবে এক নতুন আলোয়।

You might also like!