ভুবনেশ্বর, ৭ সেপ্টেম্বর : ভুবনেশ্বরের ১১ থেকে ১৫ অক্টোবর কলিঙ্গ স্টেডিয়ামে ২৮-তম আইআইএফটি-এটিটিইউ এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভারত। শনিবার ভারতের টেবিল টেনিস ফেডারেশন এই ঘোষণা করেছে, এই ইভেন্টে এশিয়ার শীর্ষস্থানীয় প্যাডলারদের ওড়িশার রাজধানীতে নিয়ে আসার কথা রয়েছে। ওড়িশায় এর আগে কটকে ২০১৯ সালের কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল, তবে এটি হবে তাদের প্রথম এশিয়ান টিটি ইভেন্ট। গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে, ভারতীয় পুরুষ এবং মহিলা দল তাদের নিজ নিজ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিল। তাছাড়া, আয়হিকা মুখার্জি এবং সুতীর্থ মুখার্জির জুটি মহিলাদের ডাবলসে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছিল।