Game

14 hours ago

Asia Cup 2025 hockey: এশিয়া কাপ ২০২৫,চীনকে ৭ গোলে হারিয়ে ফাইনালে ভারত

IND 7-0 CHN,Hockey Asia Cup 2025
IND 7-0 CHN,Hockey Asia Cup 2025

 

রাজগীর, ৭ সেপ্টেম্বর : শনিবার রাজগীরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে সুপার ৪-এর শেষ ম্যাচে রাতে চীনকে ৭-০ গোলে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ক্রেইগ ফুলটনের দলে ছয়জন ভিন্ন ভিন্ন গোলদাতা ছিলেন। গোল পার্থক্যে কোরিয়ার চেয়ে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে আছে ভারত। চতুর্থ মিনিটে শিলানন্দ লাকরা গোল করে দলকে এগিয়ে দেন, এরপর সপ্তম মিনিটে দিলপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে মনদীপ সিং আরেকটি পিসি থেকে তৃতীয় গোল করে ভারতকে প্রথমার্ধে নেতৃত্ব দেন। তৃতীয় কোয়ার্টারে রাজকুমার পাল সিং এবং সুখজিৎ সিং স্কোরলাইনকে দৃষ্টির আড়ালে রেখেছিলেন, এরপর অভিষেক আরও দুটি যোগ করে চীনকে অসহায় করে তোলেন। ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ফিরে আসা ভারত রবিবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার মুখোমুখি হবে।


You might also like!