নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: আগামী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভয়াবহ বন্যার কবলে সে রাজ্য। কৃষকদের কপালে হাত। বিঘার পরে বিঘা জমি জলের তলায়। তাঁদের সঙ্গে দেখা করতেই মঙ্গলবার পাঞ্জাবে যাচ্ছেন মোদী। পাঞ্জাব বিজেপির তরফে এই বিষয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে যাচ্ছেন। তিনি সরাসরি বন্যা কবলিত মানুষ এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, পাঞ্জাবের বেশিরভাগ জেলা বন্যার কবলে। এর ফলে রাজ্যের মানুষ ও কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান অমৃতসর জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।