জয়পুর, ৭ সেপ্টেম্বর: ভারী বৃষ্টির জেরে রবিবার আবহাওয়া দফতর রাজস্থানের বারমের, জালোর ও সিরোহী জেলায় লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি আরও পাঁচ জেলায় কমলা সতর্কতা এবং ১১ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।
उदयपुर शहर - बाढ़ से हालात बिगड़ रहे है। https://t.co/xq69uVWslX pic.twitter.com/n2LI4noOyc
— Weatherman Rajasthan (@Rajsthanweather) September 6, 2025