মুম্বই, ৭ সেপ্টেম্বর : গণেশ পুজোর বিসর্জনে যাওয়ার সময়ে দুর্ঘটনা। তড়িদাহত হয়ে মৃত্যু একজনের। ঘটনায় আহত দুই কিশোর-সহ ৫ জন। রবিবার এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের খইরানি রোডে। রবিবার এই ঘটনা ঘটে সাকিনাকা এলাকার খইরানি রোডে। এ দিন ওই এলাকা দিয়ে গণেশ মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই একটি ঝুলন্ত বৈদ্যুতিক তার মূর্তির সঙ্গে লেগে যায়। এর ফলে মূর্তির কাছে থাকা ছ’জন ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তার মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।