Game

10 hours ago

Asia Cup 2025: মঙ্গলবার শুরু হচ্ছে টি-২০ এশিয়া কাপ, সব বিভাগেই ভারত এগিয়ে

T20 Asia Cup 2025
T20 Asia Cup 2025

 

দুবাই , ৯ সেপ্টেম্বর : মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান হংকংয়ের মুখোমুখি হবে। ভারত ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর দুবাইতে হবে। টি-২০ ফরম্যাটে এশিয়া কাপের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এখানে দেওয়া হল:

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: টি-২০ এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড রয়েছে বিরাট কোহলির।২০২২ সালের দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ১২২ রান করেছিলেন তিনি। আর টুর্নামেন্টের টি-২০ ফরম্যাটে কেবল একজন ব্যাটসম্যান তিন অঙ্কে পৌঁছাতে পেরেছেন, তিনি হলেন হংকংয়ের বাবর হায়াত।২০১৬ সালে ওমানের বিপক্ষে ১২২ রান করেছিলেন তিনি।

সেরা বোলিং: ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ভুবনেশ্বর কুমার ৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এটাই টি-২০ এশিয়া কাপের সেরা বোলিং।

সর্বোচ্চ দলীয় স্কোর: এশিয়া কাপ টি-২০ তে ভারতই একমাত্র দল যারা ২০০ রানের মাইলফলক অতিক্রম করেছে। মেন ইন ব্লু ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে খেলায় ২১২/২ সংগ্রহ করে এই কৃতিত্ব অর্জন করে।

সর্বনিম্ন দলীয় স্কোর: টুর্নামেন্টের ইতিহাসে হংকং সর্বনিম্ন স্কোর রেকর্ড করে ২০২২। তারা পাকিস্তানের বিরুদ্ধে ৩৮ রানে অলআউট হয়েছিল। এই ম্যাচে পাকিস্তান ১৫৫ রানের বিশাল জয় পায়।

সর্বনিম্ন মোট ডিফেন্ডেড: এশিয়া কাপ টি-২০ খেলায় সর্বনিম্ন ডিফেন্ডেড স্কোর রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কার দখলে। ২০১৬ সালে, মিরপুরে সংযুক্ত সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে শ্রীলঙ্কা ১২৯ রানে ডিফেন্স করে ১৪ রানে ম্যাচটি জিতেছিল ।

এক ম্যাচে সর্বাধিক ক্যাচ: এখানে উইকেটরক্ষকে ধরা হচ্ছে না। ধরা হচ্ছে ফিল্ডের ক্রিকেটারদের। ২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলায় চারটি ক্যাচ ধরার সুবাদে হংকংয়ের বাবর এই রেকর্ডটি দখল করে ছিলেন।

You might also like!