West Bengal

7 hours ago

CM Mamata Banerjee:‘শান্তি ফিরুক’, হিংসা বিধ্বস্ত নেপালে ভ্রমণ না করার পরামর্শ মমতার

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :প্রতিবেশী নেপালে গণবিক্ষোভে সরকার পতনের মতো তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। দেশটিতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কার্যত পালানোর পথ খুঁজছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাংলার সীমান্তবর্তী এলাকায় এই পরিস্থিতির প্রভাব পড়ার সম্ভাবনা থাকায় মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তির বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কথায়, ”নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা  কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।” মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান।

You might also like!