Game

5 hours ago

FIFA World Cup 2026: বিশ্বকাপ নিশ্চিত করল তিউনিশিয়া

Tunisia clinch third straight World Cup qualification
Tunisia clinch third straight World Cup qualification

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল গেল তিউনিশিয়া। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সোমবার ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখনও দুই ম্যাচ হাতে আছে তিউনিশিয়ার। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা লাইবেরিয়ার পয়েন্ট ১৩, আর তিনে থাকা নামিবিয়ার পয়েন্ট ১২। এই অবস্থায় তিউনিশিয়াকে ছাড়িয়ে যাওয়া লাইবেরিয়া কিংবা অন্য কোনও দলের পক্ষে সম্ভব নয়। এর আগে গত দুই বিশ্বকাপেই অংশ নিয়ে ‍তিউনিশিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ৯টি গ্রুপে ৬টি করে দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অঞ্চলের বাছাই পর্ব। প্রতিটি গ্রুপের সেরা দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ ফিফা বিশ্বকাপে।

You might also like!