Game

10 hours ago

FIFA World Cup 2026: বিশ্বকাপ বাছাই পর্ব,রোমাঞ্চকর ম্যাচে ইসরাইলকে হারাল ইতালি

Israel vs Italy; European Qualifiers For 2026 FIFA World Cup
Israel vs Italy; European Qualifiers For 2026 FIFA World Cup

 

ডেব্রেসেন,( হাঙ্গেরি) ৯ সেপ্টেম্বর : বিশ্বকাপ বাছাই পর্বের দারুণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল ইসরাইল ও ইতালি। নানা রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটি ৫-৪ গোলে জিতে নেয় ইতালি। শক্তির দিক থেকে ইতালি অনেক এগিয়ে ইসরায়েলের থেকে। তা সত্ত্বেও বেশ পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত লড়াই করে গেছে ইসরাইল। একসময় মনে হচ্ছিল ম্যাচটি ড্র হবে। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর জয় নিয়েই মাঠ ছাড়ে গাত্তুসোর ইতালি। স্মরণীয় এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় স্থানে ইতালি। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ইসরাইল।

You might also like!