Technology

2 hours ago

Amazon: গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বনাম বিগ বিলিয়ন ডেজ, পুজোর আগে গ্রাহকদের জন্য দুরন্ত সেল!

Amazon India’s Great Indian Festival sale
Amazon India’s Great Indian Festival sale

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে নতুন মোবাইল ফোন কিংবা কোনও ইলেকট্রনিক সরঞ্জাম কেনার পরিকল্পনা থাকলে গ্রাহকদের জন্য আসছে সুবর্ণ সুযোগ। প্রতি বছরই উৎসবের মরশুমকে ঘিরে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি নিয়ে আসে একের পর এক আকর্ষণীয় অফার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হচ্ছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল।

সংস্থার তরফে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেল, যদিও প্রাইম মেম্বারদের জন্য একদিন আগেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই মিলবে বিশেষ ছাড়ের সুযোগ। উল্লেখযোগ্যভাবে, ওইদিনই দেশে কার্যকর হবে জিএসটির নতুন স্ল্যাব। আর তার ঠিক পরের দিন থেকেই শুরু হয়ে যাবে আমাজনে বার্ষিক উৎসবের সেল। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফে সেলের সবিস্তারে তথ্য জানানো হয়নি। তবু ইতিমধ্যেই ওয়েবসাইটে ‘৮ পিএম ডিলস’-এর মতো বিশেষ অফারের কথা উল্লেখ রয়েছে। থাকছে স্মার্টফোন এক্সচেঞ্জ বোনাস, মনিটর, প্রিন্টার, স্টোরেজ ডিভাইসের মতো নানা গ্যাজেট কেনার সুযোগ এবং ইলেকট্রনিকস ছাড়াও ঘর সাজানোর সরঞ্জাম ও নানা পণ্যের উপর বড়সড় ছাড়। অনুমান করা হচ্ছে, অন্যবারের মতোই অ্যান্ড্রয়েড ও আইফোনের উপর আসতে পারে নজরকাড়া অফার। ফলে পুজোর আগে কেনাকাটার মেজাজ আরও জমে উঠতে চলেছে।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টও পিছিয়ে নেই। তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ইতিমধ্যেই আপডেট করা হয়েছে ‘বিগ বিলিয়ন ডেজ’-এর ঘোষণা। যদিও সেলের শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি। ওয়ালমার্টের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম সাধারণত আমাজনের সেলের কাছাকাছি সময়েই নিজেদের ছাড়ের আয়োজন শুরু করে থাকে। তাই গ্রাহকদের নজর এখন ফ্লিপকার্টের পরবর্তী ঘোষণার দিকে।  

সব মিলিয়ে বলাই যায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই উৎসবের কেনাকাটায় ই-কমার্স প্ল্যাটফর্মে শুরু হবে জমজমাট প্রতিযোগিতা। গ্রাহকদের জন্য থাকছে একের পর এক আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। পুজোর আগে স্মার্টফোন থেকে শুরু করে গৃহস্থলির সরঞ্জাম—সবকিছু কেনার আদর্শ সময় তৈরি করে দিতে চলেছে এই প্ল্যাটফর্ম।  

You might also like!