Festival and celebrations

3 hours ago

Maha shivratri 2026 : মহাশিবরাত্রিতে কখন শিবপুজোর শ্রেষ্ঠ লগ্ন? জানুন নিশীথ কাল ও চার প্রহরের সময়

Maha shivratri 2026
Maha shivratri 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। কথিত, এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল। শিবভক্তদের প্রিয় উৎসব মহাশিবরাত্রি। এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভগবান শিবের ভক্তরা। বেশির ভাগ মানুষ মহাশিবরাত্রির দিন উপোস করে ব্রত পালন করেন। চার প্রহরে ভগবান শিবের মাথায় জল ঢালেন। প্রচলিত বিশ্বাস, মহাশিবরাত্রির দিন শিবপুজো, জপ, তপস্যা এবং উপোসের নিয়ম পালন করলে, শিব-পার্বতীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এটি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে জীবনে। বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি পায় এবং সব দুঃখ ও ঝামেলা দূর হয়। এই বছর মহাশিবরাত্রি কখন পড়েছে?

মহাশিবরাত্রি কখন?

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫:০৪ মিনিটে। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভোর ৫:৩৪ মিনিটে শেষ হবে। যেহেতু প্রদোষ কালে সন্ধেয় এবং নিশীথ কালে রাতে ভগবান শিবের পুজো করা গুরুত্বপূর্ণ তাই মহাশিবরাত্রি ১৫ জানুয়ারি পালিত হবে।

এই বছর, মহাশিবরাত্রির নিশীথ কালে পুজোর সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫২ মিনিট থেকে রাত ১২:৪২ মিনিট পর্যন্ত। অর্থাৎ নিশীথ কালে পুজোর জন্য প্রায় ৫০ মিনিট সময় থাকবে।

মহাশিবরাত্রির ৪ প্রহরে পুজোর সময়—

মহাশিবরাত্রির দিন উপোস করে ব্রত পালন করে চারটি প্রহরেই পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রির সন্ধেয় পুজো শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত মোট চারবার জল বা দুধ ঢালতে হয়।

মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোর সময়

১৫ ফেব্রুয়ারি সন্ধে ৬:০১ থেকে রাত ৯:০৯ মিনিট পর্যন্ত।

মহাশিবরাত্রিতে দ্বিতীয় প্রহর পুজোর সময়

১৫ ফেব্রুয়ারি রাত ৯:০৯ থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১২:১৭ পর্যন্ত।

মহাশিবরাত্রিতে তৃতীয় প্রহর পুজোর সময়

১৬ ফেব্রুয়ারি রাত ১২:১৭ থেকে ভোররাত ৩:২৫ পর্যন্ত।

মহাশিবরাত্রিতে চতুর্থ প্রহরের পুজোর সময়

১৬ ফেব্রুয়ারি ভোররাত ৩:২৫ থেকে ভোর ৫:৩৪ পর্যন্ত

মহাশিবরাত্রির উপোস ভঙ্গের নিয়ম

২০২৬ সালের মহাশিবরাত্রি উপোস ১৫ ফেব্রুয়ারি পালন করতে হবে। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভোর ৬:৩৩ মিনিটের পরে উপোস ভাঙতে পারবেন।

মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম

মহাশিবরাত্রির ব্রত পালনের জন্য ভক্তরা আগের রাত থেকে উপোস পালন করেন। তবে এই বছর ১৫ ফেব্রুয়ারি রবিবার ব্রত পালন করলেই হবে। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজের  হাতে মাটির শিবলিঙ্গ তৈরি করে তা প্রতিষ্ঠা করুন। একান্ত তা না পারলে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন। দিনভর নির্জলা উপোস রাখতে পারলে ভালো। তবে শরীর খারাপ থাকলে ফলাহার করতে পারেন। চার প্রহরে দুধ, জল, বেলপাতা, ধুতুরা ও ভস্ম দিয়ে শিবের অভিষেক করুন। ‘ওঁ নমঃ শিবায়ঃ’ মন্ত্র জপ করুন। চার প্রহরের শেষে নির্দিষ্ট সময় পরে চরণামৃত খেয়ে উপোস ভাঙুন।

You might also like!