ইস্তাম্বুল, ৯ সেপ্টেম্বর : রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে কোচিং এ দেখা যায়নি। চার বছর ধরে তিনি এই দৃশ্যপটের বাইরে ছিলেন। তবে, জিদান আবার কোচিং এর দায়িত্বে ফিরছেন। তিনি ফেনেরবাচের প্রাক্তন কোচ জোস মরিনিয়োর জায়গায় কোচের দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য,চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ারের প্লে-অফে বেনফিকার কাছে হেরে যাওয়ায় জোসে মরিনিয়ো চাকরি হারিয়েছেন। আর তাঁর জায়গায় ফেনেরবাচের নতুন কোচ হিসেবেই জিদানের প্রত্যাবর্তন হতে চলেছে। তুর্কি গণমাধ্যমের সূত্রে জানা গেছে , এই ফরাসি কিংবদন্তির সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে ফেনেরবাচ। জিদান নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যমগুলো। বর্তমানে আলোচনায় রয়েছে বেতন ও চুক্তির খুঁটিনাটি। এই আলোচনা শেষ হলে জিদান ইস্তানবুলে গিয়ে ক্লাবের দায়িত্ব নেবেন জিদান।