Entertainment

9 hours ago

Sonakshi Sinha: আইনি ব্যবস্থা নিচ্ছেন সোনাক্ষী? বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করায় বিতর্কে সংস্থা!

Sonakshi Sinha
Sonakshi Sinha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিনা অনুমতিতে একটি বিপণন সংস্থা তাদের বিজ্ঞাপনে সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় অভিনেত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।এদিন বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখেই নাকি রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ত করেন তিনি। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার দরুন এই ঘটনা আমার চোখ এড়ায়নি। এটা কীভাবে সম্ভব? কোনও অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত। যে কোনও কারও ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলি ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।’ 



পোস্টে সোনাক্ষী ওই সংস্থাগুলিকে সতর্ক করে লিখেছেন, "যখন একজন শিল্পী কোনো নির্দিষ্ট পোশাক বা গয়নায় সেজে ছবি তোলেন, তখন সেই ছবির কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকেই দেওয়া হয়। আপনারা এভাবে আমার ছবি ব্যবহার করলে মানুষের মনে ভুল ধারণা তৈরি হতে পারে যে আমি আপনাদের ব্র্যান্ডের প্রচার করছি। তাই অবিলম্বে আমার ছবিগুলি আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন, নয়তো আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।"

You might also like!