দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষা ও বাঙালিদের ওপর ভিনরাজ্যে চলমান অত্যাচারের অভিযোগে উদ্বিগ্ন রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় ইতিমধ্যেই নবান্ন একাধিক পদক্ষেপ নিয়েছে। তবু প্রায় প্রতিদিন কোনও না কোনও রাজ্য থেকে নির্যাতনের খবর আসছে। এর তীব্র নিন্দা জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছে। বিশেষ অধিবেশন সোমবার থেকে শুরু হয়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ৩ সেপ্টেম্বর করমপুজোর কারণে ছুটি থাকবে।
সোমবার বেলা ১১টা নাগাদ বিধানসভায় অধিবেশনের সূচনা হয়। হাই কোর্টের নির্দেশ মেনে বিধায়ক বা মন্ত্রীদের নিরাপত্তারক্ষীরা কেউ কোনও অস্ত্র নিয়ে বিধানসভায় আসতে পারবেন না বলে বিধানসভার গেটে বিজ্ঞপ্তি দেওয়া হল স্পিকারের নির্দেশে।এদিন শোকপ্রস্তাবের পর বাংলা বিরোধী ইস্যুতে নিন্দা প্রস্তাব প্রস্তাব আনা হয় সংবিধানের ১৬৯ নং ধারা অনুযায়ী। জানা গিয়েছে, মঙ্গল ও বৃহস্পতিবার এর উপর আলোচনা হবে দু’ঘণ্টা ধরে। এই প্রস্তাবকে কেন্দ্র করেই মূলত তিনদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভায়। এছাড়া আরও দু-একটি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা। এসআইআরের বিরোধিতা ও নারী সুরক্ষায় অপরাজিতা বিল ফেরত নিয়ে আলোচনা হতে পারে বিশেষ অধিবেশনে।
সোমবার বেলা ১১টা নাগাদ বিধানসভায় অধিবেশনের সূচনা হয়। হাই কোর্টের নির্দেশ মেনে বিধায়ক বা মন্ত্রীদের নিরাপত্তারক্ষীরা কেউ কোনও অস্ত্র নিয়ে বিধানসভায় আসতে পারবেন না বলে বিধানসভার গেটে বিজ্ঞপ্তি দেওয়া হল স্পিকারের নির্দেশে।এদিন শোকপ্রস্তাবের পর বাংলা বিরোধী ইস্যুতে নিন্দা প্রস্তাব প্রস্তাব আনা হয় সংবিধানের ১৬৯ নং ধারা অনুযায়ী। জানা গিয়েছে, মঙ্গল ও বৃহস্পতিবার এর উপর আলোচনা হবে দু’ঘণ্টা ধরে। এই প্রস্তাবকে কেন্দ্র করেই মূলত তিনদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভায়। এছাড়া আরও দু-একটি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা। এসআইআরের বিরোধিতা ও নারী সুরক্ষায় অপরাজিতা বিল ফেরত নিয়ে আলোচনা হতে পারে বিশেষ অধিবেশনে।
এছাড়া সদ্যই প্রকাশিত হয়েছে এসএসসি-র ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের ‘দাগি’দের তালিকা। তাতে শাসকশিবিরের বেশ কয়েকজনের নাম রয়েছে। বিধানসভার মুখ্যসচেতক তথা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূও রয়েছেন সেই তালিকায়। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক উঠতেই নির্মল ঘোষ জানিয়েছেন, আদালতে সত্যি-মিথ্যে প্রমাণিত হবে। তা সত্ত্বেও বিরোধীরা এই তালিকাকে ইস্যু করে বিধানসভায় হইহট্টগোল করতে পারেন বলে আশঙ্কা থাকছে। সবমিলিয়ে, মঙ্গল ও বৃহস্পতিবার বিধানসভার এই বিশেষ অধিবেশনের দিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।