kolkata

15 hours ago

SSC Recruitment Scam: অভিযান শুরুর আগেই তোলপাড়, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমনকে!

Suman Biswas
Suman Biswas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘দাগি অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তার পরও কেন নতুন করে পরীক্ষা দিতে হবে—এই প্রশ্ন তুলে ফের এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। আন্দোলন শুরু হওয়ার আগেই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়ালেও, তার সত্যতা এখনও যাচাই করা হয়নি দুরন্তবার্তা ডিজিটাল ।

সঞ্জয় বিশ্বাস নামে এক সোশাল মিডিয়া ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি ভিডিও দেখা গিয়েছে। ওই ভিডিওটি করুণাময়ী মেট্রো স্টেশনের। একজন নীল শার্ট পরা ব্যক্তির সঙ্গে সুমন বিশ্বাসকে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। নীল শার্ট পরা ওই ব্যক্তিকে ভিডিওতে পুলিশ আধিকারিক হিসাবে উল্লেখ করা হয়েছে। শোনা যাচ্ছে, “বিধাননগর উত্তর থানার পুলিশরা সুমন বিশ্বাসকে হেনস্তা করছে। কোনও FIR, মামলা না থাকা সত্ত্বেও তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে।” ওই ভিডিওতে যদিও নীল শার্ট ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, সুমনকে ধরতে আসেননি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দুরন্তবার্তা ডিজিটাল।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান ছিল ‘যোগ্য’ চাকরিহারাদের। ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান। ওইদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। মগড়া থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে। ঘটনার ৮-৯ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

You might also like!