পালঘর, ২৮ আগস্ট : মহারাষ্ট্রের পালঘর জেলায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। বৃহস্পতিবার সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভাসাইয়ের নারাঙ্গি রোডে চামুন্ডা নগর ও বিজয় নগরের মধ্যে অবস্থিত চারতলা রমাবাই অ্যাপার্টমেন্ট ভবনের পিছনের অংশ ভেঙে পড়ার ঘটনায় ১৪ জন মারা গিয়েছেন। উদ্ধার অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রমাবাই আবাসনের পিছনের অংশ ভেঙে পড়ে। ওই আবাসনের দু'টি উইং। একটি উইংয়ের চারতলায় এক বছরের এক শিশুর জন্মদিনের পার্টি হচ্ছিল। সেই সময়েই আচমকা আবাসনের ওই উইং ভেঙে পড়ে। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে এনডিআরএফ।