নয়াদিল্লি, ১৯ আগস্ট : সোমবারের পর মঙ্গলবারও তেলেঙ্গানার কংগ্রেস সাংসদরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজ্যের কৃষকদের জন্য ইউরিয়া সার ছাড়ার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম বলেন, "তেলেঙ্গানায় আমাদের বিশাল ইউরিয়া সংকট চলছে। গতকাল, আমরা সারের সংসদীয় কমিটির চেয়ারম্যান কৃতি আজাদের সঙ্গেও দেখা করেছি। তেলেঙ্গানার আমরা পাঁচজন সাংসদই গিয়েছিলাম। আমরা এখানে প্রতিবাদ জানিয়েছিলাম। প্রায় ৯ লক্ষ টন ইউরিয়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং মাত্র ৩ থেকে ৪ লক্ষ টন সরবরাহ করা হয়েছে। এটি বিজেপি সরকারের সম্পূর্ণ অব্যবস্থাপনা।"