দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : ছুটির দিন মানেই নিঃসঙ্গতা আর ভেতরের ব্যথা যেন আরও গভীর হয়। ঠিক এমনই অনুভব করেন রশ্মিকা মন্দানা। একের পর এক ব্লকবাস্টার ছবি—‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিম্যাল’ থেকে ‘ছাওয়া’—সবই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। গত দু’বছরে রশ্মিকার ক্যারিয়ারে এসেছে অসাধারণ উত্থান।
তবুও, ছুটির দিনে তাঁর মন ভার হয়ে ওঠে। কারণ, এই সময়েই তাঁর অন্তরজুড়ে ঘুরপাক খায় এক অপূর্ণতা। বার বার মনে পড়ে তাঁর ১৬ বছরের ছোট বোনকে। সেই না-পাওয়া ভালোবাসা, হারানোর কষ্ট আর দূরত্বের যন্ত্রণা—সব মিলিয়ে বিষণ্ণতায় ভেঙে পড়েন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা বুঝেই উঠতে পারলেন না। সেই সঙ্গে তিনি জানান, সাফল্য ও খ্যাতি জীবনে ভরে গিয়েছে ঠিকই, কিন্তু পুরনো বন্ধুরা তাঁকে আর মনে রাখেনি। রশ্মিকা বলেন, “ছুটির দিনগুলোয় আমি খুব কাঁদি। আমার এক বোন রয়েছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে ওর বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পাইনি।”
অভিনেত্রী হিসাবে ব্যস্ততায় ভরা জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তিনি ।রশ্মিকা বলেন, “গত দেড় বছরে এক বারও আমি বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে কোনও পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন ওরা সেটাও করে না। এই বাস্তব সত্যিই দুঃখের।”
কর্মজীবনে এগিয়ে যেতে গেলে ব্যক্তিগত জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। আবার ব্যক্তিগত জীবনে মন দিতে গেলে, কর্মজীবনে কিছু ত্যাগ করতে হবে। রশ্মিকাকে তাঁর মা প্রায়ই এই কথাটা মনে করিয়ে দেন। কিন্তু অভিনেত্রী চান, দুই দিকেই সমান মনযোগ দিতে।