Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

5 days ago

Uday-Anamika: বিয়ের দুই বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ? ডিভোর্স গুঞ্জন উড়িয়ে বড়দিনে একসাথে ছবি পোস্ট তারকা দম্পতির

Uday Pratap Singh and Anamika Chakraborty
Uday Pratap Singh and Anamika Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডে সম্পর্ক ভাঙার খবর নতুন নয়। তবে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে এ মুহূর্তে উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। রটনা চলছিল, বিয়ের মাত্র দুই বছর না ঘুরতেই ডিভোর্সের পথে তারা। সম্প্রতি অনামিকা সামাজিক মিডিয়ায় উদয়ের সঙ্গে থাকা সব ছবি মুছে দিলে জল্পনা আরও বেড়ে যায়। কিন্তু বড়দিনের রাতেই সব বিতর্কের জবাব দিলেন উদয়। তিনি বউকে জড়িয়ে ধরে পোস্ট করলেন দুটি ছবি এবং রোম্যান্টিক গান সংযুক্ত করে শুভেচ্ছা জানালেন ক্রিসমাসে। ভক্তরা উচ্ছ্বাসে ভরে উঠলেন, একজন লিখলেন, “তোমরা আমার বড়দিনকে স্পেশাল করে দিল।” আরেকজন লিখেছেন, “এভাবেই থাকো, আর কিছু চাই না।” 


ডিভোর্স-চর্চা অবশ্য আগেই হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন উদয়। এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সমাজে যাঁরা একটু পরিচিত মুখ তাঁদের কম-বেশি অনেক কিছুরই সম্মুখীন হতে হয়। আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আর এই আলোচনা বিন্দুমাত্র আমাদের উপর প্রভাব ফেলে না।’ আর অনামিকার জবাব ছিল, ‘সমাজমাধ্যমের পাতাটা আমার কাজের জায়গা। সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার কোনও বাসনা নেই আমার। আর যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে জবাব বা কৈফিয়ত দিতে রাজি নই আমি। একান্তই আমার ব্যক্তিগত বিষয়।’ উদয় বর্তমানে ধারাবাহিক পরিণীতা-তে রায়ান চরিত্রে ব্যস্ত। অনামিকা কিছুদিন ধরেই ডেইলি ভ্লগিংয়ে মন দিয়েছেন। ২০২৩ সালের ২৮ জুন দীর্ঘ আড়াই বছরের প্রেমের পর তারা বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের দিন প্যাস্টেল রঙের পোশাকে দুজনও সেজেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন, “টু নিউ বিগিনিংস! চিয়ার্স টু আস! উই মেড ইট।” 

এই মুহূর্তে উদয়-অনামিকার সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে আলোচনা তুঙ্গে। তবে বড়দিনের রোম্যান্টিক পোস্ট দেখিয়ে তারা প্রকাশ করেছেন, ব্যক্তিগত জীবনের শান্তি বজায় রাখতে চান এবং ডিভোর্স গুঞ্জন কোনও প্রভাব ফেলতে পারবেনা তাঁদের প্রত্যহ জীবনে, একথাও তাঁদের তরফ থেকে স্পষ্ট। 


You might also like!