মুম্বই, ৩০ জুলাই : অহন পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত সইয়ারা ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে , মন কেড়েছে দর্শকদের। মুক্তির পর এই অভাবনীয় সাফল্যে রীতিমতো চমক লেগেছে পরিচালক - প্রযোজক মহলে। এবার সইয়ারা- র দুর্দান্ত সাফল্যের সামনে পড়ে পিছিয়ে যাচ্ছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি 'সন অফ সর্দার-২ এর মুক্তির দিন। এর আগে ঠিক করা হয়েছিল , সারা দেশে প্রায় ৩,৫০০টি স্ক্রিনে ১ আগস্ট মুক্তি পাবে 'সন অফ সর্দার-২। তবে ''সইয়ারা'' এবং 'মহাবতার নরসিংহ'-এর মতো ছবির হাত ধরে লক্ষ্মী লাভ হচ্ছে প্রেক্ষাগৃহের মালিকদের। তাই এই মুহূর্তে তারা ছবি দুটিকে সরিয়ে ফেলতে নারাজ। এই অবস্থায় 'সন অফ সর্দার-২ মুক্তি পেলে এক ধাক্কায় স্ক্রিন সংখ্যা নেমে দাঁড়াতে পারে ২,৫০০–এ।
এদিকে ছবির পরিবেশকরা দাবি করছেন, ছবিটি মোট শো টাইমিংয়ের ৬০ শতাংশ পাবে, এক্ষেত্রে প্রেক্ষাগৃহের মালিকরা সম্পূর্ণভাবে একমত নন। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে পিভিআর, আইনক্সের মতো বড় মাল্টিপ্লেক্স গ্রুপসহ ছোট - বড় সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে বৈঠকে বসবে প্রযোজক মহল। তবে সন অফ সর্দার-২ বনাম সইয়ারা দ্বন্দ থেকে কার্যত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক কারণ জোহার। সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরির অভিনীত ছবি ধড়ক-২ সারা দেশজুড়ে মোট ১০০০ টি স্ক্রিনে মুক্তি পাবে। এতো স্বল্প পরিসরে মুক্তি নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই , বরং লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছে যাওয়াই তাঁর মূল উদ্দেশ্য ।