Entertainment

1 day ago

Arijit Singh Fees Per Show: একটা গানেই লাখ লাখ! অরিজিৎ-এর পারিশ্রমিক জানলে চমকে যাবেন

Arijit Singh
Arijit Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গানের জগতে অরিজিৎ সিং এক অবিস্মরণীয় নাম, যার কণ্ঠে যেন বিরহ, নিঃসঙ্গতা আর না বলা অনুভূতিরা প্রাণ পায়। তাঁর সুরের মূর্ছনায় হারিয়ে যান শ্রোতারা, ডুবে যান আবেগে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু করা এই সফর আজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে—অরিজিৎ-এর গান কোটি কোটি হৃদয়ে সৃষ্টি করছে অনুরণন, আবেগের ঢেউ।

তবে একটা সময় ছিল, যখন অরিজিৎ সিং নামটা কারও কাছেই পরিচিত ছিল না। কেরিয়ারের শুরুর দিকে, তিনি ঘণ্টার পর ঘণ্টা সঙ্গীত পরিচালক মন্টি শর্মার অফিসে কাটাতেন সুযোগের আশায়। সেখান থেকে আজকের অরিজিৎ—যার কণ্ঠ ছাড়া যেন হিন্দি সিনেমার অ্যালবাম অসম্পূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্টি শর্মা প্রকাশ করেছেন অরিজিৎ সিং সম্পর্কিত একটি চাঞ্চল্যকর তথ্য, যেখানে উঠে এসেছে তাঁর পারফরম্যান্সের জন্য নেওয়া বিশাল অঙ্কের পারিশ্রমিকের কথাও।

লালনটপের সঙ্গে কথা বলতে গিয়ে মন্টি শর্মা বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। আগে আমরা ২ লক্ষ টাকায় একটি সম্পূর্ণ গান তৈরি করতাম। এতে একটি সম্পূর্ণ অর্কেস্ট্রাও ছিল, যার মধ্যে ৪০টি বেহালা এবং আরও অনেক কিছু ছিল। তবে, যখন আমার কিছু কাজ সফল হয়, তার পর আমি নিজের জন্য একটি ব্র্যান্ড নাম তৈরি করি, তখন আমি একটি গান তৈরির জন্য অন্যান্য খরচ বাদ দিয়ে ৩৫,০০০ টাকা চার্জ করা শুরু করি।’

মন্টি উল্লেখ করেছেন যে, ব্র্যান্ড আপনার দাম নির্ধারণ করে। এর তত্ত্ব ব্যাখ্যা করে মন্টি শর্মার দাবি, ‘একটা সময় ছিল যখন অরিজিৎ (সিং) কিছু না খেয়ে ঘন্টার পর ঘন্টা আমার পাশে বসে থাকতেন। আজ, তিনি প্রতি পারফরম্যান্সের জন্য ২ কোটি টাকা নেন। যদি কেউ তাঁকে দিয়ে পারফর্ম করাতে চান, তাহলে তাঁদের ২ কোটি টাকা দিতে হবে।’তিনি আরও বলেন, প্রাচীনকালে রেডিয়ো এবং টেলিভিশনই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। তবে এখন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আবির্ভাবের ফলে পরিস্থিতি বদলেছে। তিনি বলেন, ‘এমনকী তখনও, অডিয়ো স্বত্ব কোটি কোটি টাকায় বিক্রি হত, কিন্তু মানুষ সেই গানগুলি কেবল রেডিয়ো এবং টেলিভিশনেই শুনত। কিন্তু এখন, এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে, এক্সপোজার বেশি এবং অর্থও প্রচুর। এখন এই গানগুলোর দাম কল্পনারও বাইরে। একজন সঙ্গীতশিল্পী প্রতিটি গানের জন্য ২০ লক্ষ টাকাও নিতে পারেন, কিন্তু বিনিময়ে তিনি গানের ৯০% স্বত্ব অডিয়ো কোম্পানিকে দিচ্ছেন।’তাঁর মতে, এমন পরিস্থিতিতে অডিয়ো কোম্পানিগুলিই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। মন্টি শর্মা বলেছেন, ‘তারা প্রচুর অর্থ উপার্জন করছে। কারণ এর অনেকগুলো দিক আছে, স্পটিফাই, ইউটিউব। ভাবুন তো ওরা এখন কত টাকা আয় করছে।’


You might also like!